Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

প্রতি মাসের ১ম রবিবার মাসিক সভা অনুষ্টিত হয়।

সাধারণ সভা,বিষেশ সভা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য সদস্যা বৃন্দদের নিয়ে অনুষিটত হয়।

৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ২০/০৮/২০১৬ ইং খ্রি: মাসের মাসিক সভার কার্যবিবরনী

 

সভাপতি:        এনামুল হক আহমেদ শেখ কামাল

চেয়ারম্যান.       ৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ ।

স্থান:-          ৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ ।

তারিখ ও সময় : 

বার:

সভায় উপস্থিত সদস্য গনের নামের তালিকা

সভাপতিউপস্থিত সকলকে ধন্যবাদ জানাইয়া সভার কাজ আরম্ভ করেন । সভাপতি সভায় উপস্থিতসকল সদস্যকে ধন্যবাদ জানান । সভাপতির মহোদয়ের অনুমতিক্রমে ইউনিয়ন পরিষদসচিব বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান । কোন সংশোধনী না থাকায়সর্বসম্মতি ক্রমে সভা তাহা গ্রহন ও অনুমোদন করেন । সভায় নিম্নবর্ণিত ভাবেবিভাগ ওয়ারী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহর করেন ।

ক্র:নং

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি/সংস্থা

০১

সভায়চেয়ারম্যান সাহেব জানান যে, অত্র ইউ/পির গ্রাম পুলিশ ১, ও ৯ নংওয়ার্ডের নয়োগ প্রয়োজন। এ বিষয়ে তিনিপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণের জন্য প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্য বিস্তারিত আলোচনাক্রমে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকেঅনুলিপি প্রদানের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উপস্থিত সকল সদস্যগন বিস্তারিত আলোচনা ক্রমে নিম্ন বর্ণিত প্রকল্পটি সভায় গ্রহণ ও অনুমোদন করেন।

 

 

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও পি.আইও

 

 

 

০২

বিভাগীয় আলোচনা

উপ-সহকারীকৃষি কর্মকর্তা জানান যে, সহযোগিতা কামনা করেন । প্রদর্শনীরমাধ্যমে উন্নত কৃষি চাষাবাদ ও অধিক ফলনে বিষয়ে কৃষকদের মাঝে কৃষি চাষাবাদেকৃষি বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন সেবা ও সহযোগিতা নিয়ে কাজ করার জন্যউদ্বুদ্ধ করা হইতেছে । তিনি  পোকা মাকড় ও বিভিন্ন কীট পতঙ্গের আক্র মন হতেজমিকে রক্ষা করার জন্য উপস্থিত সকলকে নিজ নিজ জমিতে কুটি প্রদানের জন্যঅনুরোধ জানান ও এবিষয়ে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য সকলকে আহবান জানান ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সকল ধরনের সহযোগিতার জন্য সিদ্ধান্ত গৃহিত হয় ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সদস্যবৃন্দ ( ইউনিয়ন পরিষদ) ।

০৩

প্রানি সম্পদ বিভাগ:

কোন আলোচনা নাই ।

 

 

০৪

এল.জি.ই.ডি

কোন আলোচনা নাই।

 

 

 

০৫

স্বাস্থ্য বিভাগ:

সভায়উপস্থিত উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা জানান যে, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রটি অত্র এলাকার একমাত্র চিকি সা কেন্দ্র । প্রতিদিনপযার্প্ত সংখ্যক লোক  চিকি সার জন্য এখানে আসে । কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটি সংষ্কারের অভাবে  দীর্ঘদিন যাবত বিনষ্ট অবস্থায় আছে । গৃহটিরদরজা জানালা গেঙ্গে গেছে  যে কোন সময় স্বাস্থ্য কেন্দ্রের সরকারী সম্পত্তিচুরি হইয়া যাইতে পারে । তিনি স্বাস্থ্য কেন্দ্রের মেরামতের জন্য সভায়প্রস্তাব করেন । এখানে আবাসন ব্যবস্থা না থাকায় কর্মরত ডাক্তারকে মাধবপুরসদর থেকে আসতে হয় তাই আবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সভায়প্রস্তাব করেন ।

কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রটি মেরামত সহ ডাক্তারের থাকার আবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরজণ্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে উক্ত প্রস্তাবপ্রেরেনর জন্য সিদ্ধান্ত গৃহিত হয় ।

ইউনিয়ন পরিষদ ও উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা

০৬

পরিবারপরিকল্পনা বিভাগের পরিবার কল্যান পরিদর্শক জানান যে, বিভাগীয় কার্যক্রমস্বাভাবিক ভাবে চলছে । আগামী মাস থেকে বিভাগের কার্যক্রমের প্রতিবেদননিয়মিত ভাবে প্রদান করা হবে ।

 

 

০৭

জনস্বাস্থ্য:-

কোন আলোচনা নাই ।

 

 

 

সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানাইয়া সভাপতি সভার কাজ শেষ করেন ।

 

 

 

(এনামুল হক আহমেদ শেখ কামাল)

চেয়ারম্যান

৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।

 

 

 

 

 

স্মারক নং-                                           তারিখ:-